যশোর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধনির হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে মানিকছড়ি উপজেলা যুবদল।
আজ শনিবার ১৬ জুলাই ১১টায় মানিকছড়ি উপজেলা বিএনপি’র কার্যালয় থেকে মুক্তিযোদ্ধা মার্কেটে বিক্ষোভ মিছিল শেষ করে দলীয় কার্যালয় প্রতিবাদ সমাবেশ করে যুবদলের নেতাকর্মীরা।
সমাবেশে ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ এনামুল হক এনাম, অনুষ্ঠান পরিচালনা করেন মানিকছড়ি উপজেলা যুবদল যুগ্ম সম্পাদক মোঃ মহিউদ্দিন কিশোর। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মানিকছড়ি উপজেলা যুবদল আহবায়ক মোঃ মোশারফ হোসেন।
আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদল যুগ্ম সম্পাদক মোঃ মীর হোসেন, আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক মোঃ নুরুজ্জামান মাস্টার, উপজেলা কৃষদলের সভাপতি শফিকুর রহমান প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সামাবেশে বক্তারা নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, জনবিচ্ছিন্ন সরকার ক্ষমতায় টিকে থাকতে সারাদেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের হত্যা, নিপীড়ন ও নির্যাতন চালাচ্ছে। এই সরকারের রাষ্ট্রের আইনের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা নেই।
বক্তরা রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধা রেখে অনতিবিলম্বে যুবদল নেতা ধনি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com