মাদারীপুর সদর উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২১ জুলাই ঘোষণা করবেন। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাইনউদ্দিন। প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, মাদারীপুর সদর উপজেলায় প্রথম পর্যায়ে একশটি, দ্বিতীয় পর্যায়ে পঁচাত্তরটি, তৃতীয় পর্যায়ে আটত্রিশটি পরিবারসহ মোট দুইশত তেরটি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২১ জুলাই দেশের বায়ান্নটি উপজেলার সাথে মাদারীপুর সদর উপজেলাকে ভ‚মিহীন-গৃহহীন উপজেলা হিসেবে ঘোষণা করবেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.ওবাইদুর রহমান খান,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বাহাদুরপুর ইউপি’র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম, সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. মশিউর রহমান, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. মনোয়ার হোসেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নারগীস আক্তারসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com