ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বিলগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের এস এসসি পরিক্ষার্থী যুথি আক্তার (১৭) কে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২৭ জুলাই) সকালে স্কুলে যায় যুথি। স্কুল ছুটির পর বাড়িতে না আসায় অপেক্ষার প্রহর গুনতে থাকে পরিবার
অপহরণকারী একই উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের মনোহরপুর গ্রামের ইউনুস মিয়ার ছেলে রনি মিয়া (২৬) যুথির দাদীর কাছে ফোন দিয়ে বলে যে আপনার নাতী যুথি এখন আমার হেফাজতে আছে। এই খবর শোনা মাত্রই প্রতিবেশী বক্কার পোড়ার বাড়িতে গিয়ে যুথির মা মোছাঃ ছালমা বেগম (৩৮) মেয়ে অপহরণের সাথে তাকে জড়িত বলে দোষারোপ করে বাড়িতে চলে আসে। ঐদিন রাত ৮ টা ১৫ মিনিটে জাহিদ পোড়ার বাড়িতে ৪/৫ জন লোক লাঠিসোঁটা নিয়ে এসে ছালমা বেগম এর উপর হামলা চালিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুত্ব জখম করে। আহত ছালমা বেগম কে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ছালমা বেগম এর স্বামী জাহিদ পোড়া ৫ জন কে আসামী করে নগরকান্দা থানায় একটি অভিযোগ করেন। আসামীরা হলেন মনোহরপুর গ্রামের ইউনুস মিয়ার ছেলে রনি মিয়া (২৬), শ্রাঙ্গাল গ্রামের মৃত নুরুলদীন পোড়ার ছেলে বক্কার পোড়া (৪৫), জাহাঙ্গীর পোড়ার ছেলে রেদয়ান (২০), মৃত নুরুলদীন পোড়ার ছেলে মোহাম্মাদ আলী পোড়া (৫০), আলী পোড়ার ছেলে জোবায়ের পোড়া (২২)।
স্কুল ছাত্রী যুথির মা ছালমা বেগম বলেন, আমার মেয়ে বিলগোবিন্দপুর স্কুলে পড়ে। যুথির স্কুলে যাওয়া আসার পথে মনোহরপুর গ্রামের রনি মিয়া তাকে দেখে পিছু নেয় এবং ৪/৫ জন লোক নিয়ে আমাদের বাড়িতে এসে বিয়ের প্রস্তাব দিয়ে চলে যায়, এর পর আমরা সেই ছেলের খবরাখবর নিয়ে জানতে পারি ছেলে এর আগে একটি বিয়ে করছে। এছাড়া আমার মেয়ের বিয়ের বয়স হয়নি এসএসসি পরীক্ষা দিবে। ঘটনার দিন সকালে বাড়ি থেকে স্কুলে যায় যুথি। স্কুল থেকে বাড়িতে ফেরার পথে মশাউজান পাকা রাস্তায় উঠা মাত্র একটি মাইক্রোবাসে করে মেয়েকে উঠিয়ে নিয়ে তালমার দিকে। এলাকার মাতুব্বরদের জানালে যুথিকে ফেরত দিবে বলে আশ্বাস দেয়। মেয়েকে ফেরত না দেওয়ায় নগরকান্দা থানায় অভিযোগ করি।
মেয়েকে ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী পরিবার।
অপরদিকে অপহরণকারীর মুল হুতা রনিকে বাড়িতে না পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি। তবে স্কুল কর্তৃপক্ষ অপহরণকারীদের দৃষ্টান্ত শাস্তি দাবি করেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com