
ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামী কৃষক লীগের পূর্ণাঙ্গ কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ জুলাই) সকাল ১০ টায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির নিজ বাড়ি রসুলপুর হামিদ মঞ্জিলে এ সভা শুরু হয়।
সভায় সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা কৃষক লীগের সভাপতি জিন্নাহ সরদার। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ উপনেতা সৈয়দ সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি শাহাদাব আকবর লাবু চৌধুরী, অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা কৃষক লীগের সভাপতি শহিদুল ইসলাম, অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, নগরকান্দা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিন্নাত আলী মুন্সি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মারুফ হোসেন বকুল, জেলা পরিষদের সাবেক সদস্য আঞ্জামান আরা বেগম, নগরকান্দা শহর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন মিয়া, কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস সরকার, সালথা উপজেলা কৃষক লীগের সভাপতি সেলিম মোল্লা, সালথা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আমিন খন্দকার সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
