পটুয়াখালীর গলাচিপায় খাল থেকে ভাসমান এক নবজাতকের মরদেহ উদ্ধার করছে গলাচিপা থানা পুলিশ।
বৃহস্পতিবার (১১ আগস্ট) বেলা ১২টার দিকে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তালতলা গ্রাম সংলগ্ন দূশুমীর খালে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয় চৌকিদার থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার ইসলাম জানান, সকাল ১১টায় আমখোলা ইউনিয়নের ওই এলাকার চৌকিদার জাকির হোসেন ফোন করে জানান, খালের মধ্যে এক নবজাতকের মরদেহ ভাসছে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে সাব-ইন্সপেক্টর ইমনসহ ফোর্স পাঠানো হয়। উদ্ধারকৃত মৃত নবজাতকটি কন্যা শিশু। শিশুটি কোথা থেকে আসলো তদন্ত করে দেখা হচ্ছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com