ঢাকামঙ্গলবার , ৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

ইবি বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের শোক দিবসে ব্যতিক্রম আয়োজন

ইবি প্রতিনিধি
আগস্ট ১৫, ২০২২ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধী এতিম শিশুদের সাথে নিয়ে দোয়া মাহফিল এবং তাদের মাঝে খাবার বিতরণ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট।

সোমবার (১৫ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্বার্শবর্তী পদমদী গ্রামের একটি প্রতিবন্ধী এতিমখানায় কিছু সময় তাদের সাথে বঙ্গবন্ধুর বাল্যকাল নিয়ে গল্প করে দোয়া ও খাবার বিতরণ করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, সহ-সভাপতি অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিনা নাসরিন, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, সদস্য সহকারী অধ্যাপক মোঃ রবিউল ইসলামসহ প্রমুখ।

ব্যতিক্রমী এআয়োজনের অনুভূতি ব্যক্ত করে সহ-সভাপতি অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকেই বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট ব্যতিক্রম কিছু করে আসছে। আমরা সবসময় চেষ্টা করি গতানুগতিকের বাইরে কিছু করা যায় কিনা। এই শোকাবহ আগষ্টে আমরা চেষ্টা করেছি মাসব্যাপী কর্মসূচী রাখার। এবারও আমরা প্রতিবন্ধী এতিমখানায়র শিশুদের খাওয়ানোর চেষ্টা করেছি।

তিনি আরো বলেন, লোক দেখানো নয়, আমরা চাই যাদেরকে কিছু করলে তাদের উপকারে আসে, তারা যেন আনন্দ পায়। সেই আবেগের জায়গা থেকেই এবং শিশুদের প্রতি বঙ্গবন্ধুর অগাধ ভালোবাসা থেকে আজ শোক দিবসে এই আয়োজনের চেষ্টা। আর বঙ্গবন্ধুর সেই হত্যাকারীর প্রতি, সেই কুচক্রী মহলকে আমরা ধিক্কার জানাই। আর আমরা যেন সবাই বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাতের জন্য দোয়া করি। আল্লাহ যেন আজকের শিশুদের দোয়া কবুল করে তাকে বেহেশত নসীব করেন।’

ইবি বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন বলেন, ‘যার জন্ম না হলে এদেশ স্বাধীন হতোনা। একটা কুচক্রী মহলের ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। আজকে এই শোক দিবস আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। বঙ্গবন্ধু শিশুদের খুব ভালোবাসতেন। এই শিশুদের দোয়া যেন আল্লাহর কাছে পৌছায়।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com