২১ আগষ্ট বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর বর্বরোচিত গ্রেনেড হামলা করে হত্যার অপচেষ্টা ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ সভাপতি আইভি রহমানসহ দলীয় ২৪ জন নেতাকর্মী নিহতের স্মরণে পঞ্চগড় জেলা আওয়ামী লীগ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
রোববার (২১ আগষ্ট) দুপুরে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মজাহারুল হক প্রধান ও জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এর আগে দলীয় কার্যালয়ের সামনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আইভি রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে মোনাজাত করা হয়।
মোনাজাত করেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট।
এসময় জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com