ইউনাইটেড পারপাস, তৃণমূল উন্নয়ন সংস্থা ও জাবারাং কল্যাণ সমিতির যৌথ বাস্তবায়নে দু’টো প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় পার্বত্য জেলা পরিষদ হল রুমে, বেসরকারী উন্নয়ন সংস্থা ইউনাইটেড পারপাস, খাগড়াছড়ির স্থানীয় সহযোগী সংগঠন তৃণমূল উন্নয়ন সংস্থা ও জাবারাং কল্যাণ সমিতির উদ্যোগে ‘সফল ও এম-হেল্থ’ নামের দু’টো প্রকল্পের বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের প্রতিনিধি মংক্যচিং চৌধুরী। ইউনাইটেড পারপাসের সিনিয়র এডভাইজার সৌভাগ্য মঙ্গল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভুঞা, নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, ও খাগড়াছড়ি পার্বত্য জেলার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মিটন চাকমা।
সভায় বক্তারা বলেন এতিম শিশু, তাদের পরিবার ও নারীদের সার্বিক উন্নয়নে কাজ করতে গিয়ে সংবেদনশীল মানসিকতা নিয়ে তাঁদের কার্যক্রম পরিচালনা করার জন্য এবং সকলের সাথে সমন্বয়ের সাথে কাজ করার জন্য আহবান জানান। প্রকল্প দু’টো তৃণমূল স্তরের জনগণের সবচেয়ে সুবিধা বঞ্চিত ও অবহেলিত অংশের মানুষদের জন্য তথা এতিম শিশু ও নারীদের জন্য পরিচালিত হচ্ছে। বক্তারা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে স্থানীয় জনগোষ্ঠী তথা লক্ষিত জনগোষ্ঠীর চাহিদা ও স্থানীয় বাস্তবতাকে অগ্রাধিকার দেওয়ার জন্য আহবান জানান।
কর্মশালায় জেলার বিভিন্ন সরকারী – বেসরকারী দপ্তরের প্রধানগণ অংশ গ্রহন করেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com