পটুয়াখালীর গলাচিপা-উলানিয়া সড়কের কাচারিকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী টমটম উল্টে চাপা পড়ে চালক নিহত হয়েছেন। নিহতের নাম কিরণ (১৭)। সে গলাচিপা পৌর শহরের ২নং ওয়ার্ড শ্যামলীবাগের মো. সেলিম মিয়া'র পুত্র।
ঘটনাটি ঘটেছে বুধবার (২৪ আগস্ট) দুপুর ১১ টা ৩০ মিনিটের দিকে গলাচিপা-উলানিয়া সড়কের কাচারিকান্দা নামক স্থানে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গলাচিপা পৌরসভার ২ন ওয়ার্ড শ্যামলীবাগের মো. সেলিম মিয়া'র পুত্র কিরন সজীব গ্রুপের ডিলার মো. জসিম উদ্দিনের ডিলার পয়েন্টের গাড়ির ড্রাইভার হিসেবে কাজ করত। বুধাবার উলানিয়া বাজারে কোম্পানীর মালামাল সরবরাহ করে গলাচিপা ফেরার পথে রতনদী তালতলী ইউনিয়নের কাচারীকান্দা বাজারের কাছে মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মালামাল ভর্তি টমটমটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। এ সময় টমটমের নিচে মাথা চাপা পড়ে কিরন গুরুতর আহত হয়। এলাকাবাসী কিরনকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া টমটমে থাকা আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। আহতদেরকে এলাকাবাসী উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে গলাচিপা অফিসার ইন চার্জ এম আর শওকত আনোয়ার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এবিষয় কেউ থানায় অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।