খাগড়াছড়ির গুইমারায় অংথোই মারমা ওরফে আগুন (৫২) নামে ইউপিডএফ’র স্থানীয় এক সংগঠককে গুলি করে হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
আজ শুক্রবার (০২ সেপ্টেম্বর) সকালে গুইমারা উপজেলার দেওয়ান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অংথোই মারমার পিতার নাম কংহ্লাউ মারমা। তার বাড়ি উপজেলার বুদুংপাড়ায় (যৌথ খামার)।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৯:৪৫টার সময় ইউপিডিএফ সংগঠক অংথোই মারমা সাংগঠনিক কাজে যাচ্ছিলেন। এ সময় দেওয়ান পাড়া নামক স্থানে আগে থেকে উৎপেতে থাকা নব্যমুখোশ সন্ত্রাসীরা তার ওপর সশস্ত্র হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
গুইমারা থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুর রশিদ বলেন ঘটনা শোনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি। কেবা কারা গুলি করেছ এখনো কিছু জানাযায়নি।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com