ফরিদপুরের বোয়ালমারী থেকে ২৫ কেজি গাঁজাসহ ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়ার লাহিড়ী মনপুরের মৃত আব্দুস সাত্তারের ছেলে জুয়েল খান (৩৬) ও বোয়ালমারীর চতুল ইউনিয়নের পোয়াইল বিশ্বাসপুর গ্রামের বাবুল শেখের ছেলে আব্দুল কুদ্দুস (২৩)।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় ফরিদপুর জেলা পুলিশ।
ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান প্রেস ব্রিফিংয়ে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে পোয়াইল বিশ্বাসপুর গ্রামের সাবেক পৌর মেয়র শুকুর শেখের ইট ভাটার পাশে অভিযান চালিয়ে দুই বস্তা ভর্তি ২৫ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করা হয়। এসময় নিজাম নামে আরও একজন পালিয়ে যায়।
তিনি জানান, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা পাইকারি কিনে এনে রাতের বেলায় সেখানে খুচরা বিক্রেতাদের নিকট এক কেজি দুই কেজি করে গাঁজা বিক্রি করছিল। এসব মাদক কুমিল্লা, ব্রাক্ষ্মণবাড়িয়া অঞ্চল থেকে অবৈধপথে এনে বিক্রি হচ্ছিল বলে ধারণা।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, গ্রেফতারকৃত জুয়েল খান সালথার বারখাদিয়া গ্রামে বিয়ে করে ফরিদপুরে বসবাস করছে। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও মামলা রয়েছে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com