
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নে দেবরের হাতে গণধর্ষণের অভিযোগ দায়ের করেছে ভাবি।এ ঘটনার প্রধান অভিযুক্ত দেবরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে ঈশ্বরগঞ্জ থানায় ধর্ষিতা গৃহবধূ দেবর, তিন চাচাতো দেবর ও দেবরের বন্ধুকে অভিযুক্ত করে মামলা করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সরিষা ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা ওই গৃহবধূ। তার স্বামী রাজমিস্ত্রি শ্রমিকের কাজে নিয়মিত বাড়িতে থাকেন না। গত শুক্রবার রাত ৩টার দিকে প্রকৃতির ডাকে সারা দিতে ঘর থেকে বের হলে তুলে নিয়ে যায় দেবরের নেতৃত্বে একটি দল। সরিষা ইউনিয়নের লঙ্গাইল গ্রামের মৃত সাহেদ আলীর ছেলে জুয়েল মিয়া, চাচাতো ভাই সোহাগ মিয়া, শামীম মিয়া ও বাবুল মিয়া ও বন্ধু আল আমিন মিলে পালাক্রমে ধর্ষণ করেছে। বিষয়টি স্থানীয় লোকজনকে জানিয়ে থানায় গিয়ে পুলিশের কাছে অভিযোগ করে। তবে গৃহবধূর স্বামীর দাবি তার স্ত্রীর অভিযোগ সত্য নয়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান বলেন, ধর্ষণের শিকার গৃহবধূ থানায় থানায় অভিযোগ দেয়ার সাথে সাথে আমরা প্রধান অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হই। অন্যদের গ্রেপ্তারের অভিযান চলছে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
