ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে উদ্বোধন করেন ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সংসদ ফখরুল ইমাম।
এসময় আরো উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার কমান্ডার, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাফির উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদি, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মোঃ নূরুল হুদা খান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোঃ মুস্তাছিনুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদির (হিরো) প্রমুখ।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল জানান, রাজস্ব খাতের আওতায় ২০২২-২০২৩ অর্থ বছরে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের পুকুরসহ উপজেলার ৭ টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মোট ৪০০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হবে।
ঈশ্বরগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর, ঈশ্বরগঞ্জ থানা, জামিয়া ইসলামিয়া গাফুরিয়া মাদ্রাসা, চৌকি আদালতের, হরপার্বতী মন্দির, নশতি, উচাখিলা ও ভেই বিলে মাছ অবমুক্ত করা হয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com