
ফেনীর দাগনভূঞা উপজেলায় মাদক মামলায় জামিন নিয়ে কারাগার থেকে বেরিয়ে এসে আবার ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার হয়েছেন এক মাদক ব্যবসায়ী। গতকাল বুধবার রাতে উপজেলার কোরাইশমুন্সী এলাকা থেকে মাদক ক্রয়-বিক্রয়ের সময় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলেন ফেনী সদর উপজেলার ধর্মপুর গ্রামের সালাউদ্দিন (৩৫)। তিনি দাগনভুঞা উপজেলার দরপাপুর মোল্লা বাড়িতে থাকতেন।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম জানান, সালাউদ্দিনের বিরুদ্ধে ৪টি মাদক মামলা রয়েছে। সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ৮টার দিকে কোরাইশমুন্সী এলাকা থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আজ বৃহস্পতিবার আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান তিনি।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
