
পঞ্চগড়ের দেবীগঞ্জে এসএসসি পরীক্ষা দিতে আসার সময় ইজিবাইক উল্টে গিয়ে এক ছাত্র নিহত, আট জন আহত। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পরীক্ষা কেন্দ্রে পাঠানোর পর তারা পরীক্ষায় অংশ গ্রহন করে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের খোচাবাড়ী থেকে কালীগঞ্জ রাস্তার মাটিয়ার পাড়া এলাকায়। রাস্তার মোড় ঘুরতেই উল্টে যায় ইজিবাইকটি।
এসএসসি পরীক্ষা দেয়ার জন্য ইজিবাইকে চড়ে কেন্দ্রে আসছিল সাবিরুল ইসলাম। কেন্দ্রের কাছাকাছি আসতেই উল্টে যায় ইজিবাইকটি। চাপা পড়ে গুরুতর আহত হন সাবিরুল ইসলাম। ইজিবাইকের মধ্যে থাকা অন্য সহপাঠীরাও কিছুটা আহত হন। গুরুতর আহত সাবিরুল ইসলামকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা দেন। নিহত সাবিরুল ইসলাম ঢাংগীরহাট এলাকার মজিবুল ইসলামের ছেলে। সে কালুরহাট কেসি উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষা দিচ্ছিল।
কালীগঞ্জ এমপি বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচীব রাশেদুল হাসান খান জানান, পরীক্ষার আগ মুহূর্তে আমরা ছাত্রের মৃত্যুর বিষয়টি জানায়নি। পরীক্ষার তারা সহপাঠীর মৃত্যুর বিষয়টি জানতে পেরে মর্মাহত হযে পড়ে।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি জামাল হোসেন এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
