
সাভারের আশুলিয়ায় ভাড়া বাসায় ডেকে এনে মধ্যবয়স্ক এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী-স্ত্রী পরিচয়দানকারী এক দম্পতির বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত দম্পতি পলাতক রয়েছে।
রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর এলাকার আসলাম মন্ডলের বাড়ির একটি কক্ষ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় আশুলিয়া থানা পুলিশ।
পুলিশ ও প্রতিবেশীরা জানায়, প্রায় চার-পাঁচ মাস আগে দম্পতি পরিচয়ে আসলাম মন্ডলের টিনশেড বাড়ির একটি কক্ষ ভাড়া নেন সবুজ ও জেসমিন। শনিবার রাতে তাদের বাসায় গ্রাম থেকে দাদা পরিচয়ে মধ্যবয়স্ক এক ব্যক্তি বেড়াতে আসেন। রোববার সারা দিন অতিথিসহ তাদের কাউকে দেখতে না পেয়ে বাড়ির মালিক ভেবেছিল বকেয়া ঘর ভাড়া না দিয়ে হয়তো তাঁরা পালিয়েছে। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকলে বিছানার ওপর অজ্ঞাত মধ্যবয়স্ক ওই ব্যক্তির নিথর দেহ দেখতে পান।এ খবর থানা পুলিশকে দেওয়া হলে তারা এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির বলেন, নিহতের পরিচয় মেলেনি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে ওই ব্যক্তিকে ডেকে এনে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
