ঝালকাঠিতে ০৩টি ঔষধ ফার্মেসীকে নানা অনিয়মের ঘটনায় ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার দুপুরে সদর উপজেলার কীর্ত্তিপাশা বাজারে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়, ফ্রিজিশিয়াল স্যাম্পল বিক্রয়, মূল্য টেম্পারিং ও অনুমোদিত ঔষধ বিক্রয়ের অভিযোগে তাদের এ জরিমানা করা হয়েছে।
এসময় সকল পণ্য ন্যায্য মূল্যে বিক্রি সহ ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা দেন ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানি দাস।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি গণমাধ্যমে জানিয়েছেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com