সাভারে নানা আয়োজনে পালিত হয়েছে আওয়ামী লীগের দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন।
দিনটি উপলক্ষে বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে সাভার উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য র্যালী বের করে সাভার উপজেলা আওয়ামী লীগ। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা ও কেক কাটা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। র্যালী ও আলোচনা সভায় সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া সাভার ও আশুলিয়ায় পৃথক আয়োজনে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করা হয়েছে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com