ঢাকারবিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

গলাচিপায় শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৮, ২০২২ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গবন্ধু কন্যা ও আওয়ামী লীগের সভানেত্রী গনপ্রজাতনত্রী বাংলাদেশ সরকারের প্রধানমনত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পটুয়াখালীর গলাচিপায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও আনন্দ র‍যালি অনুষ্ঠিত হয়।

বুধবার সকালে দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্ত্মোষ দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্ত্মফা টিটোর সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এসএম শাহজাদা। এছাড়াও সভায় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মোঃ মজিবুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সমাপাদক মু. শাহীন, কেনদ্রীয় আ. লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য এযাডভোকেট ফকরুল ইসলাম মুকুল, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আহসানুল হক তুহিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু’সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে এসএম শাহজাদা (এমপি) এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ র‍যালি বের করা হয়। র‍যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com