ফরিদপুরের নগরকান্দা পৌরসভার ওয়াসার সাপ্লাই পানির অপচয় রোধে কর্তৃপক্ষের কোন নজর নেই বল্লেই চলে।নগরকান্দা পৌরসভাবাসীর জন্য সুপেয় পানির জন্য গভীর নলকূপ (ওয়াসার) সাপ্লাই পানির ব্যবস্থা করে জনস্বাস্থ্য অধিদপ্তর। কয়েক মাস হয় তড়িঘড়ি করে ওয়াসার পাইপ লাইনের কাজ করে পানি সাপ্লাইর কাজ শুরু করে।স্থানীয় পৌরবাসী অনেকেই বলেন নিম্নমানের সামগ্রী,পাইপ, টেপকল দিয়ে তড়িঘড়ি করে ওয়াসার কাজ শেষ করে ঠিকাদার।যে কারনে উদ্বোধন করতে না করতে অনেক স্থান দিয়ে পাইপ ফেটে পানি বের হচ্ছে ও নিম্নমানের কল ব্যবহার করায় এবং নির্মান কাজে ত্রুটি হওয়ার কারনে কাজের কাজ কিছুই হচ্ছেনা।দিন রাত পানির অপচয় হচ্ছে। দেখবাল করার জন্য যারা নিয়োজিত রয়েছেন তাদের দায়িত্বহীনতায় আজ ওয়াসার এই দুর অবস্থা। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর কর্মকর্তা আকবর হোসেন কে অফিসে না পাওয়ায় ও তার ফোন নম্বরে ফোন দিলে রিসিভ না করায় এ বিষয় তার কোন বক্তব্য জানা যায়নি।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com