ঢাকাবৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ও শ্রেষ্ঠ ইউএনও দুর্গাপুর উপজেলার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
অক্টোবর ২, ২০২২ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

প্রাথমিক শিক্ষা পদক-জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার ও শ্রেষ্ঠ (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান। প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য জেলা বাছাই কমিটি তাদের দু‘জনকে এ শ্রেষ্ঠত্বের মর্যাদা প্রদান করা হয়।

এ নিয়ে প্রাথমিক শিক্ষা পদক নেত্রকোনা জেলা বাছাই কমিটির সভাপতি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাহমিনা খাতুন স্বাক্ষরিত চিঠিতে তাদের শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করা হয়।

শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন, এই পুরস্কার আমাকে কাজের ব্যাপারে আরও দায়িত্বশীল করবে। শুধুমাত্র শ্রেষ্ঠত্ব অর্জন নয় – আমি দুর্গাপুর উপজেলার শিক্ষাকে আরও এগিয়ে নিতে চাই। এজন্য দরকার সকলের সহেযোগিতা। লেখা পড়ার পাশাপাশি শিশুরা যাতে করে খেলাধুলা, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কে জানতে পারে সেদিকে সকল অভিভাবক ও শিক্ষকদের নজর দেয়ার জন্য আহবান জানান তিনি। কারণ প্রাথমিক শিক্ষার মাধ্যমেই একটি জাতিকে সুনাগরিক হিসাবে গড়ে তোলা সম্ভব বলে তিনি মনে করেন।

শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার বলেন,জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান মনোনীত হওয়ার গৌরবের অংশীদার সবটুকুই দুর্গাপুর উপজেলাবাসীর। আমি দুর্গাপুর উপজেলার শিক্ষাকে এগিয়ে নিতে চাই। এজন্য তিনি সকলের সহেযোগিতা কামনা করেন।

জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ও শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ তাদের অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com