ঢাকাবুধবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

ঈশ্বরগঞ্জে মুদি দোকানে চুরি

Link Copied!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম সংলগ্ন একটি মুদি দোকানের চুরি হয়েছে। দোকানে টিনের বেড়া ভেঙ্গে ভিতরে ঢুকে চোর। এ ঘটনায় দোকানে রক্ষিত নগদ টাকাসহ বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে যায় চোরচক্র।

সোমবার (৩ অক্টোবর) আনুমানিক মধ্য রাতে চোরেরা সংগঠিত হয়ে পরিকল্পিতভাবে এই চুরির ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক ধারণা স্থানীয় দোকানদারসহ চরি হওয়া দোকান মালিকের।

দোকান মালিক মোঃ আবুল কাশেম জানান, রবিবার দোকানের বেচা-বিক্রি সেরে দোকান বন্ধ করে বাসায় যায়। পরদিন সোমবার সকালে স্থানীয় দোকানদাদের ফোন পেয়ে চুরির বিষয়টি জানতে পারেন। পরে দোকান ভাঙ্গা ও মালামাল এলোমেলো দেখে দোকানে চুরির বিষয়টি নিশ্চিত হন।

স্থানীয়রা জানায়, নিরাপত্তার ঘাটতি থাকায় পৌর এলাকায় কয়দিন পর পর এমন চুরির ঘটনা ঘটছে। এর আগে পাশের দোকানটিতেও একইভাবে চুরির ঘটনা ঘটেছে। রাত্রিকালীন পুলিশি নজরদারি ও টহল জোরদার হলে চুরি ঠেকানো সম্ভব বলে মনে করেন এলাকাবাসী।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান জানান, চুরির ঘটনায় দোকানীর অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com