
কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার বিভিন্ন মহল্লায় আয়োজন করা হয় দুর্গাপূজার। এই পূজা উপলক্ষে পৌরসভার পূর্বপাড়া, পশ্চিমপাড়া, ভোগপাড়া মহল্লায় প্রতিদিন যাতায়াত করে লক্ষাধিক পূজারীবৃন্দ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পূজারীগণের যাতায়াত করার জন্য অতিজরুরী ভাবে অনেক গুলো রাস্তা পরিস্কার পরিচ্ছন ও সংস্কার করে দিয়েছেন কটিয়াদী পৌরসভার জননন্দিত মেয়র মোঃ শওকত উসমান (শুক্কুর আলী)।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কটিয়াদী পৌরসভার মেয়র পূজামন্ডপে যাতায়াতের সংশ্লিষ্ট রাস্তা গুলো পরিদর্শন করে বিশেষ বিবেচনায় সংস্কার করেন দেন তিনি।
রাস্তা সংস্কার উপলক্ষে কটিয়াদী পৌরসভার মেয়র মোঃ শওকত উসমান (শুক্কুর আলী) বলেন, পূজামন্ডপে আগত দর্শনার্থী ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যাতে সুন্দরভাবে যাতায়াত করতে পারেন এবং কটিয়াদী বাজারে জনগণের চলাচলের সুবিধার্থে কটিয়াদী পৌরসভার সব পূজামন্ডপের সড়কগুলোতে যেখানে সংস্কার করা দরকার সেই রাস্তাগুলোকে পূজার আগেই সংস্কার করা হয়েছে। এজন্য আমি নিজেই সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের সাথে নিয়ে মন্ডপগুলো পরিদর্শন করে রাস্তাগুলো সংস্কার করার ব্যবস্থা গ্রহণ করি।
কটিয়াদী পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান বাচ্চু জানান, জনগণের চলাচলের সুবিধার্থে কটিয়াদী পৌরসভার মেয়র এর পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে রাস্তা গুলো সংস্কার করা হয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
