ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের নির্বাচিত রিপন মেম্বারের উপর হামলার ঘটনায় আমাকে জড়িয়ে সোমবার (৩রা অক্টোবর) ফরিদপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন । ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের অভ্যন্তরে রিপন মেম্বারের সাথে যে ঘটনা ঘটেছে ঐ ঘটনা ওদের একান্ত নিজস্ব বিষয় , ওরা পরস্পর বন্ধু বটে । আমি শুনেছি ওরা নিজেরা নিজেরাই ধস্তা ধস্তি করেছে । উপরোক্ত কথা গুলো বলেছেন ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম মজনু ।
শহীদুল ইসলাম মজনু আরো জানান, মানববন্ধনে দাঁড়িয়ে মেম্বার কল্যাণ এ্যাসোসিয়েশনের সদস্যরা উল্লেখ করেছে আমার ইন্দনে এবং নির্দেশে শামসুল হক , ইলিয়াস মেম্বার সহ কতিপয় ব্যক্তিরা হামলা করেছে কিন্তু এ কথা সত্য নয় । সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন ।
যারা মানববন্ধন করেছে তাদের সাথে আমার দীর্ঘ দিনের এলাকাভিত্তিক রাজনৈতিক বিরোধ চলছে । তাই আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য আমাকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে ।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com