ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের বড় নাউডুবী গ্রামের মুন্নু মাতুব্বর এর মেয়ে পুড়াদিয়া এস এ খান উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী মোসাঃ বৃষ্টি আক্তার (১২) বিয়ের অনুষ্ঠান চলাকালীন সময় সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে কনে পক্ষ বিবাহের এফিডেভিট (কোট ম্যারিজ) পত্র দেখান।৫ অক্টোবর বুধবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে কনে পক্ষ বিয়ের আয়োজন করেন।গত ২ অক্টোবর ফরিদপুর বিজ্ঞ আদালত নোটারী পাবলিক এর কার্যালয় গিয়ে বিবাহের এফিডেভিট (কোট ম্যারেজ) করেন।যার রেজিঃ নং ৬৭৩। নোটারী পাবলিক বিবাহের এফিডেভিট কোট ম্যারেজ পত্রে বরের ঠিকানা সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়ন এর রামকান্তপুর গ্রামের পিতাঃ- ইউনুস মাতুব্বর এর ছেলে মোঃ মেহেদী হাসান (২২) এর সাথে কোট ম্যারেজ হয়।
বৃষ্টি আক্তার ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করলেও কি কারনে মেয়েকে বিয়ে দিচ্ছেন সে বিষয় মেয়ের এক চাচা উত্তেজিত হয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন মেয়ে ও ছেলের কোট ম্যারেজ হয়ে গেছে আপনারা কেন এখানে আসলেন।উত্তেজনা বেগতিক দেখে সাংবাদিকরা নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু ও নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন কে বাল্য বিয়ের বিষয় অবগত করেন।
খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থল কনে পক্ষের বাড়ি বড় নাউডুবী গিয়ে বিয়ে বন্ধ করে দেন।
স্হানীয় সুশীল সমাজের লোকজন জানান এলাকার বাল্য বিয়ে ঠেকাতে সরকার বিভিন্ন ভাবে জনসচেতনতার বিষয় প্রচার প্রচারনা করছে,তবুও অসাধু উকিল মোক্তারদের দিয়ে গপনভাবে কোট ম্যারেজ করিয়ে ও স্থানীয় জনপ্রতিনিধিদের বয়স বাড়িয়ে জন্ম সনদ দেওয়ার কারনে ফিরছেনা বাল্য বিয়ে। মেয়ের অভিভাবক মেয়ের বয়স কম থাকায় বিয়ের জন্য কোট ম্যারেজ করে এনে মেয়েকে বিয়ের পিড়িতে বসায়। এমনকি ছেলে মেয়ের প্রেম- পিরিতি করে বাড়ি থেকে পালিয়ে কোট ম্যারেজ করে সংসার জীবন গড়ে তুলছে। নিয়ম অনুযায়ী কোট ম্যারেজ ছেলে ও মেয়ের বয়স নির্ধারনের জন্য আদালতে গিয়ে বিচারক এর সম্মুখে দাড়িয়ে বয়স নির্ধারনের তথ্য প্রমানের পর স্থানীয় রেজিস্ট্রার কাজী মৌলভী দিয়ে বিয়ের নির্দেশ লিপিবদ্ধ ভাবে কোট ম্যারেজে উল্লেখ থাকে।উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু বলেন বাল্য বিয়ের খবর পাওয়া মাত্র কনের বাড়িতে ছুটে যাই এবং মেয়ের বয়স কম থাকায় বিয়ে বন্ধ করে দেই,এছাড়া মেয়ের পরিপূর্ণ বিয়ের বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিতে পারবেনা বলে তাদেরকে বলেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com