প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ব্রহ্মপুত্র নদে ডুবে আকাশ (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় নদ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আকাশ শহরের মুকন্দবাড়ি গ্রামের সুজাউদ্দৌলার ছেলে। পেশায় তিনি মোটরসাইকেল মিস্ত্রী ছিলেন।
নিহতের পরিবার জানায়, আকাশ ছোট বেলা থেকেই প্রতিমা বিসর্জন দিতে আসতো। বুধবার দুপুর ১টায় প্রতিমা বিসর্জন দিতে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যায় শহরের ফেরিঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে প্রতিমা বিসর্জনের সময় সে নদে ডুব দেয়। এরপর আর না উঠে আসায় উপস্থিত ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারের চেষ্টা চালায়। এক ঘণ্টা পর তাকে উদ্ধার করা হয়। পরে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আকাশের মৃত্যুর খবরে তার পরিবার ও স্বজনরা হাসপাতালে ছুটে যান। এ সময় তাদের আহাজারিতে হাসপাতাল এলাকায় শোকাচ্ছন্ন পরিবেশ বিরাজ করে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, শহরের ঐতিহ্যবাহী ব্রহ্মপুত্র নদে প্রতিমা বিসর্জন করার সময় আকাশ নামে এক যুবক নদে ডুব দিয়ে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তাকে উদ্ধার করে। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com