ফরিদপুরের সালথা উপজেলার গট্রি ইউনিয়নের লক্ষনদিয়া – বটদিয়া বাজার সড়কে পিচ ঢালাই কার্পেটিং কাজ চলছে।৫ অক্টোবর বুধবার রাতে কাজ করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান। ভিউটুমিন না দিয়ে রাতে তড়িঘড়ি করে রাস্তার কাজ করতে দেখা যায়। এবিষয় সালথা উপজেলা প্রকৌশলী বল্লেন কোথায় কোন রাস্তায় কাজ হচ্ছে প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে তিনি বলেন রাতে কাজ করলে কোন অসুবিধা নেই।এছাড়া রাস্তার কাজে কোন ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করছে, কত টাকা বরাদ্ধ এবিষয় বলতেই তিনি ফোন কেটে দেন।কাজের স্থানে দেখা যায়নি উপজেলা প্রকৌশল অধিদপ্তরের কোন লোক।রাস্তার কাজে এক শ্রমিক বল্লেন বৃষ্টির আগে ভিউটুমিন দিয়ে ছিলো তা বৃষ্টিতেই ধুয়ে গেছে। সড়কের পাশে থাকা মাটি ও সড়কের পাশের বাড়ি থেকেও মাটি ধুয়ে কাদা মাটিতে ডেকে গেছে রাস্তা আর সেই রাস্তার কাদা মাটি ঠিক ভাবে পরিস্কার না করেই তার উপর দিয়ে রাতের আধারে তড়িঘড়ি করে কাজ করছেন ঠিকাদারের শ্রমিকরা।রাতের বেরায় কাজ করায় রাস্তার থিটনেস, সমান্তরাল সহ বিভিন্ন ক্ষতির সম্মক্ষিন বেশি থেকেই যায়। সালথা উপজেলা প্রকৌশলী তৌহিদুর রহমান এর লুটপাট আর দাদাগিরির কারনে সালথার উন্নয়ন আজ ব্যহত হচ্ছে বলে একাধিক সুত্রে জানা যায়। নিম্নমানের সামগ্রী দিয়ে উন্নয়ন কাজে ব্যবহার করায় কিছুদিনের মধ্যেই সাবেক চিত্র ফুটে উঠেছে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com