ঢাকাশনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

ফুলবাড়ীয়ায় কাঁচা রাস্তা পাকা করণে এলাকাবাসীর মানববন্ধন

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা
অক্টোবর ৭, ২০২২ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার কান্দানিয়া গ্রামের বানারপাড়ের কাঁচা রাস্তা পাকা করণে এলাকাবাসীর মানববন্ধন কর্মসূচি পালন করে। শুক্রবার (৭ অক্টোবর) কান্দানিয়া বানারপাড়ে জুম্মার নামাজ শেষে এলাকার সর্বস্তরের জনগণ বানারপাড়ের কাঁচা রাস্তা পাকাঁ করা জন্য এ কর্মসূচি পালন করেন।

এই সময় উপস্থিত ছিলেন এলেঙ্গীরপাড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুজ্জামন। তিনি রাস্তার বর্তমান ভয়াবহ অবস্থা তুলে ধরে এর দ্রুত সমাধান দাবি করেন।এছাড়াও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক ছাত্র কৃষিবিদ তোফাজ্জল হোসেন তার বক্তব্যে বিভিন্ন গুনীজনদের দেওয়া প্রতিশ্রুতি তুলে ধরেন এবং দ্রুত প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানান। এছাড়াও রাস্তার বর্তমান অবস্থা নিয়ে এলাকাবাসীও বক্তব্য রাখেন।

বানারপাড় নদের পাশ দিয়ে চলে যাওয়ার এই রাস্তাটা নদের মতোই। প্রতিনিয়ত রাস্তা ভেঙ্গে সৃষ্টি হচ্ছে বড় বড় গর্ত জমছে পানি তৈরি হচ্ছে জনদূর্ভোগ। ছোট বাচ্চারা যখন স্কুলে যায় পা পিছলে পরে যাওয়ার সংকায় অভিভাবকদেরও সাথে যেতে হয়। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবারই দূর্ভোগের নাম যেনো এই রাস্তা। বানারপাড় বাসীর প্রতিদিনের কার্যক্রম ব্যহত হচ্ছে এই রাস্তার জন্য।

স্থানীয় ইউপি চেয়ারম্যান, সংসদ সদস্য সহ অত্র এলাকার রাজনৈতিক ব্যাক্তিবর্গের সহযোগিতায় অতি দ্রুত সময়ের মাঝে রাস্তা পাকা করার আহ্বান জানান উপস্থিত সবাই।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com