ঢাকাবুধবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

দুর্গাপুরে সন্ত্রাসী হামলায় আহত ইউপি চেয়ারম্যানের মৃত্যুর প্রতিবাদে সড়কে বিক্ষোভ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
অক্টোবর ৮, ২০২২ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনার দুর্গাপুরে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত কুল্লাগড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা সুব্রত সাংমা মারা গেছেন। শনিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় নেতাকর্মীগন,আদিবাসী ফোরামের নেতাকমীরা দুর্গাপুর সড়ক অবরোধ করে রাখে এবং উপজেলা আ‘লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মীরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল করেন।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় কুল্লাগড়া ইউনিয়নের রাশিমণি এলাকায় সন্ত্রাসীরা সুব্রত সাংমার উপর হামলা চালায়। পরে সাড়ে রাত ৮টার দিকে তাকে চিকিৎসার জন্য উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে পৌরসভার শিবগঞ্জ খেয়াঘাট এলাকায় পৌঁছালে চিহ্নিত সন্ত্রাসীর তার উপর পুনরায় হামলা চালায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ৯দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার দুপুর ১২টার দিকে মৃত্যূবরণ করেন।

হামলাকারী এলাকার চিহ্নিত সন্ত্রাসী শামীম মিয়া ওরফে শুটার শামীম,বদরুজ্জামান বদি ও কুল্লাগড়া ইউপি বর্তমান চেয়ারম্যান আব্দুল আউয়ালসহ ১৫ জনের নাম উল্লেখ করে দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করেন সুব্রত সাংমার বোন কেয়া তজু।

দুর্গাপুর সার্কেল এর সিনিয়র সহকারি পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী বলেন, এ নিয়ে দাঙ্গা হাঙ্গামা এড়াতে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com