আমব্রেলা ইয়ুথ ফাউন্ডেশন পরিবেশের খাদ্য হিসেবে গাছ উপহার দিতে দ্বিতীয়বারের মতো ‘পরিবেশ প্রেমী অ্যাওয়ার্ড-২০২২’ আয়োজন করেছিল।এই প্রতিযোগিতায় ময়মনসিংহ বিভাগের সেরা সংগঠন নির্বাচিত হয়েছে নেত্রকোণা জেলাধীন পূর্বধলা উপজেলার সমাজ উন্নয়নমূলক সংগঠন ‘স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন রাঙ্গামাটিয়া’।’ বৃক্ষ নিধন আর নয়, আসুন করি বৃক্ষরোপণ ‘এই স্লোগান কে প্রতিপাদ্য নিয়ে সংগঠনটি উপজেলার ঘাগড়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় গাছ রোপণ করেছিলেন ।
আয়োজক সূত্রে জানা যায়, এই ব্যতিক্রম ধরণের প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিম বঙ্গের কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রায় ১০ লক্ষাধিক গাছ রোপণ করে। শুধু গাছ লাগানো নয় বরং পরবর্তী পরিচর্যা, পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অন্যান্য কিছু বিষয়ের উপর ভিত্তি করে আমব্রেলা ইয়ুথ ফাউন্ডেশনের পক্ষ থেকে ‘পরিবেশ প্রেমী অ্যাওয়ার্ড-২০২২’ প্রদান করা হয়েছে৷
শনিবার (৮ অক্টোবর) রাতে নগরের বন্দরবাজারস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে ‘পরিবেশপ্রেমী অ্যাওয়ার্ড ২০২২’ প্রদানের মাধ্যমে এই কর্মসূচির সফল সমাপ্ত হয়।
এবার দেশ বিদেশে বাংলাদেশের প্রকৃতি ও পরিবেশ নিয়ে কাজ করা দুইজন ব্যক্তি ও একটি সংগঠনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে৷ সোস্যাল ও ক্লাইমেট একটিভিস্ট এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, সিলেট কমিটির সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, পরিবেশপ্রেমী অ্যাওয়ার্ড ২০২২ এর কি-নোট স্পিকার ও জাতিসংঘের শিশু স্পীকার এবং চাইলএন্ডডি এর ফাউন্ডার ফাতিহা আয়াত, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন প্রাধিকারকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে৷
এই প্রতিযোগিতায় প্রথম পুরষ্কার অর্জন করে সাতক্ষীরার শরুব ইয়ুথ টিম,দ্বিতীয় হয়েছে কুমিল্লার চান্দিনা গার্ডেন লাভার্স সোসাইটি,তৃতীয় হয়েছে রংপুর বিভাগের ঠাকুরগাও এর অক্সিজেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন।
এছাড়াও বিভাগীয় বিশেষ পুরষ্কার হিসেবে খুলনা বিভাগ থেকে অভয়ারণ্য, ঢাকা বিভাগ থেকে বাংলাদেশ এনভায়রনমেন্টাল প্রটেকশন অথোরিটি, চট্রগ্রাম বিভাগ থেকে ওয়ানম্যান আর্মি, রংপুর বিভাগ থেকে ব্রাইট হিউম্যানিটি,সিলেট বিভাগ থেকে ফেয়ার ফেইস জগন্নাথপুর, রাজশাহী বিভাগ থেকে স্বপ্নচূড়াকে ‘পরিবেশে প্রেমী অ্যাওয়ার্ড-২০২২’ প্রদান করা হয়৷এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল সংগঠনকে ‘ফ্রেন্ড অব এনভায়রনমেন্ট’ হিসেবে অ্যাওয়ার্ড ও সনদপত্র প্রদান করা হয়৷
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমব্রেলার উপদেষ্টা এবং ক্রাউন সিমেন্ট ডিস্ট্রিক্ট ইনচার্জ (সিলেট-সুনামগঞ্জ) ইকবাল হোসাইন।
প্রধান অতিথির বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ( ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপারেশন) এম এ জলিল ৷ বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা এর সভাপতি কাশ্মীর রেজা প্রমুখ৷
স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন রাঙ্গামাটিয়া’র সভাপতি মোঃ ওমর ফারুক বলেন, আমাদের সংগঠন বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি পরিবেশকে সুস্হ রাখতে প্রতিবছরই বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করে থাকি।আমব্রেলা ইয়ুথ ফাউন্ডেশনের পক্ষ থেকে দ্বিতীয়বারের মতো আ্যাওয়ার্ড পাওয়ার এই স্বীকৃতি পরিবেশের প্রতি আমাদের দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতেও আমাদের কার্যক্রম অব্যাহত রাখতে সচেষ্ট থাকব।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com