দাগনভূঞায় শ্বশুরের মৃত্যুর সাত ঘন্টার মাথায় পুত্রবধূরও মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
এলাকাবাসীর সূত্রে জানা যায় উত্তর আলীপুর গ্রামের হাফেজ শফিউল্লাহ সাহেবের বাড়ির মোঃ বেলায়েত হোসেন(৬৫) হৃদরোগজনিত কারণে ফেনী ডায়াবেটিস হাসপাতালে বিকাল তিনটায় মারা যায়।তিনি তিন সন্তানের জনক।
এদিকে একই রাতে বুকে ব্যাথা উঠলে মৃত বেলায়েত হোসেন এর বড় ছেলে আনোয়ার হোসেন রিয়াদ এর স্ত্রী কোহিনূর আক্তার(২৬)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি দীর্ঘদিন যাবত হার্টের সমস্যায় ভুগছিলেন বলে জানান তার পরিবার।কোহিনুর এর দুই মেয়ের মধ্যে বড় মেয়ে ফাতিহা নুরের বয়স মাত্র পাঁচ বয়স।
আরেক মেয়ে ফাইজা নুরের বয়স মাত্র তিন বছর।কোহিনুরের বাড়ি ফেনী সদর উপজেলার মধুয়াই গ্রামে।
এদিকে বাবার মৃত্যুর খবর শুনে বড় ছেলে আনোয়ার হোসেন দেশে আসার পক্রিয়া চলমান অবস্থায় নিজের স্ত্রীরও মৃত্যুর খবর শুনে শোকে ফেটে পড়েন।দেশে আসতে পারলেও সকাল ১০টায় অনুষ্ঠিত তার পিতার জানাযায় অংশগ্রহণ করতে না পারলেও দুপুর দুইটায় অনুষ্ঠিত স্ত্রীর জানাযায় অংশগ্রহণ করেন।জানাযা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মাতুভূঞা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আবদুল্লা আল মামুন বলেন, ঘটনাটি আমি শুনেছি আমার ওয়ার্ডে একই সাথে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যুর ঘটনাটি খুবই মর্মান্তিক ও হৃদয়বিদারক।শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।মহান আল্লাহ ওনাদের বেহেস্তের সর্বোচ্চ স্থান দান করুক।
সাত ঘন্টার ব্যবধানে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যুর ঘটনার এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com