ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কোটি টাকার জায়গা দখল নিয়ে দুই পক্ষ মরিয়া হয়ে উঠেছে। যে কোনো মূহুর্তে ঘটে যেতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছে উভয় পক্ষ। বিরোধপূর্ণ ওই জায়গায় আদালতের স্থিতি অবস্থা জারি থাকার পরও মানছে না কোনো পক্ষই।
সরজমিনে গিয়ে জানা যায়, ঈশ্বরগঞ্জের পৌর সদর সংলগ্ন জয়বাংলা মোড় এলাকায় চরশিহারী মৌজায় ১১৩ দাগে কোটি টাকা মূল্যের সাড়ে ১৭ শতাংশ জায়গা নিয়ে একই বংশের দু’টি পক্ষ বিরোধে জড়িয়েছে। বিষয়টি নিয়ে একপক্ষ বলছেন সি,এস এবং আরওআর মূলে ওই সম্পত্তির অংশীদার হয়ে ভোগদখলে আছেন এবং বিআরএস ভুল হওয়ায় সংশোধনের মামলা করেছেন। অপর পক্ষ বলছে সিএস, আরওআর এবং বিআরএস মূলে ওই সম্পত্তি পেয়ে খারিজ করে খাজনা পরিশোধ করে যাচ্ছেন।
বিষয়টি নিয়ে আদালতেও বিআরএস সংশোধনের মামলা চলমান আছে। জারি রয়েছে স্থিতি অবস্থাও। তারপরও নিজেদের দখল দেখাতে উভয় পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে দু’পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বিরোধপূর্ণ সম্পত্তির এক পক্ষ মতিউর রহমানের ছেলে ইউসুফ শেখ জানান, বিরোধপূর্ণ জমিটি তার দাদা নবী হোসেন নামে আরওআর এবং নবী হোসেনের পিতার নামে সিএস রয়েছে। বিআরএস রেকর্ডে ভূলবশতঃ কিতাবজানের নাম লিপিবদ্ধ হওয়ায় জমিটি নিয়ে বিরোধের সৃষ্টি হয়। তিনি আরো জানান, শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত তারা নিজেরাই ভোগ দখলে আছেন এবং বিআরএস সংশোধনের জন্যে ২০১৩ সালে ময়মনসিংহ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে একটি মামলাও দায়ের করেছেন। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান এবং আদালতের স্থিতি অবস্থা জারি থাকার পরও ইসহাক ও তার লোকজন জোর পূর্বক জায়গাটি দখলে নিতে চেষ্টা চালাচ্ছে।
অপর পক্ষ ইদ্রিছ আলীর ছেলে ইসহাক জানান, জালিম শেখ, জরিফ শেখ ও সরিফ শেখ তিন ভাই ওই সম্পত্তির সিএস মালিক। তৎকালীন সময়ে তিন ভাই পৈত্রিক সম্পত্তি বন্টন করলে জালিম শেখ ওই বিরোধপূর্ণ সম্পত্তির মালিক হন। জরিফ শেখের ছেলে সন্তান না থাকায় মেয়ে কিতাব জানকে হেবা মূলে ওই সম্পত্তি লিখে দেন। পরে বিআরএস রেকর্ড হয় কিতাব জানের নামে। তারপর কিতাব জানের সন্তানরা ওই সম্পত্তির মালিক হয়ে খাজনা পরিশোধ করে যাচ্ছেন।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। যেহেতু বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতে মামলা চলমান তাই উভয় পক্ষকে সংযত হয়ে আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করতে অনুরোধ করা হয়েছে। তারপরও যদি বিষয়টি নিয়ে সংঘাতে জড়ায় তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com