মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের আড়িয়াল খা নদীতে বালুবাহী বাল্কগেটের ধাক্কায় খেয়ানৌকা ডুবে নৌকার মাঝি নিখোজ নিখোজ রয়েছেন। এ ঘটনায় বাল্কগেটের মালিক আসলাম মির্জাকে গন ধোলাই দিয়েছে জনতা।রবিবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের চড় আলিমাবাদ গ্রামের দুলাল ভুইয়া(৬০) ২জন যাত্রী নিয়ে নদী পাড় হওয়ার সময় মাঝ নদীতে এমবি আকলিমা নামের বাল্কগেট টি হঠাৎ করে খেয়া নৌকার উপর উয়িয়ে দিলে নৌকা ডুবে যায়। স্থানীয়রা উদ্ধার ২যাত্রীকে উদ্ধার করতে পাড়লেও নেীকার মাঝি নিখোজ হন। এ ঘটনা জানাযানি হলে খাশের হাট ব্রিজের কাছে মানুষ এমবি আকলিমা বাল্কগেট টিকে জব্দ করে খাশের হাট পুলিশ তদন্তকেন্দ্রর কাছে তুলেদেন। এ ঘটনায় উত্তেজিত পাবলিক বাল্কগেটের মালিক আসলাম মির্জাকে গন ধোলাই দেয়। পুলিশ তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। রোগির অবস্থা অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান। তবে এখন পর্যন্ত দুলাল ভুইয়াকে উদ্ধার করতে পারেনি ডুবুরীরা।তাদের উদ্ধার কার্যক্রম সোমবার রাত চলবে বলে যানাজায়। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম হাসান জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে এখন এলাকা শান্ত তবে ডবুরী খোজ করছে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com