ঢাকারবিবার , ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

ঈশ্বরগঞ্জে ধর্ষণে ব্যর্থ হয়ে নারীকে পিটিয়ে জখম

মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
অক্টোবর ১০, ২০২২ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ধর্ষণে ব্যর্থ হয়ে মানিক মিয়া(৩২) নামে এক বখাটে দুই সন্তানের মা এক নারীকে পিটিয়ে জখম করেছে। সেই সাথে ওই নারীর বৃদ্ধা মাকেও পিটিয়ে জখম করেছে মানিক ও তাঁর স্বজনেরা। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে বখাটে মানিক এবং তাঁর স্বজনদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। উপজেলার সরিষা ইউনিয়নের লঙ্গাইল গ্রামে এ ঘটনা ঘটে।

সোমবার (১০ অক্টোবর) সকালের দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই নারীর সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার লঙ্গাইল গ্রামের লাল মিয়ার ছেলে বখাটে মানিক মিয়া দীর্ঘদিন ধরে
প্রতিবেশী ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছে। ওই নারী সিঙ্গেল মাদার হওয়ায় সেই সুযোগে কামনা চরিতার্থে কয়েকবার ফাঁদও পেতেছে মানিক। এতে নারীর ইতিবাচক সাড়া না পেয়ে নারীর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে ওই বখাটে। গত শুক্রবার রাতে কৌশলে ওই নারীর ঘরে প্রবেশ করে মানিক মিয়া। অর্থনৈতিক সুবিধা দেবে ওই সিঙ্গেল মাদারকে এই লোভ দেখিয়ে বখাটে মানিক বাড়ি পাশে কাঁচামাটিয়া নদী পাড়ের নির্জন স্থানে যেতে বলে তাকে। এতে ওই নারী রাজি না হওয়ায় তাঁর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় মানিক।জোর করে পরনের জামা-কাপড় খুলে ফেলার চেষ্টা করে ওই বখাটে।চিৎকারে ব্যর্থ হয়ে পড়ে মানিকের ধর্ষণ চেষ্টা।ওই সময়ে নারীর চিৎকার শুনে তাঁর বৃদ্ধা মা এবং প্রতিবেশী বখাটে মানিকের স্বজনেরা দৌড়ে আসে নারীর বসতঘরে। ঘটনা বিস্তারিত শোনার পর মিথ্যা অপবাদ আখ্যা দিয়ে উল্টো ওই নারীকে শাসাতে থাকে মানিক ও তাঁর স্বজনেরা।

বিষয়টি নিয়ে ওই নারীর বৃদ্ধা মা প্রতিবাদ করার একপর্যায়ে ওই নারী এবং তাঁর বৃদ্ধা মাকে লোহার রড, লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে জখম করে তারা। পরে প্রতিবেশীরা ওই নারী এবং তাঁর বৃদ্ধা মাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, অভিযোগটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com