ঢাকারবিবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

পলাশবাড়ীর প্রবীণ নেতা গোলাপের জীবনাবসান

গাইবান্ধা প্রতিনিধি
অক্টোবর ১১, ২০২২ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত পলাশবাড়ীর সর্বস্তরের বিশেষত সকল মতের মানুষের প্রিয় মানুষ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা আ’লীগের বলিষ্ঠ-ত্যাগী নেতা যিনি গোলাপ নামে পরিচিত । ছাত্রলীগ হতে যিনি পর্যায়ক্রমে উপজেলা আওয়ামীলীগ সাবেক সহ- সাধারণ সম্পাদক, সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন৷ কর্মজীবনে তিনি পলাশবাড়ী সিনিয়র মাদ্রাসার অব.শিক্ষক ছিলেন৷ সেই প্রবীণ নেতা আলী রেজা মোস্তফা গোলাপ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তার মৃত্যুতে গাইবান্ধা জেলা আওয়ামীলীগ সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোজ্জাম্মেল হক মন্ডল, জাতীয় সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি ও তার স্বামী বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব রহমান নাসিম, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা ও উপজেলা আওয়ামীলীগ সাবেক ও বর্তমান কমিটির এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক সংগঠন,সামাজিক পেশাজীবি সংগঠনের সহ বিভিন্ন মহলের শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।

আজ ১১অক্টোবর সকাল সাড়ে আটটায় পলাশবাড়ী পৌর শহরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বঙ্গবন্ধুর আদর্শিক নেতা একনিষ্ঠ কর্মীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন আওয়ামীলীগসহ সর্বস্তরের নেতৃবৃন্দ।

মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ।

বাদ এশা মরহুমের সারাজীবনের কর্ম প্রতিষ্ঠান পলাশবাড়ী সিনিয়র মাদ্রাসা মাঠে জানাযা’র নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে৷।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com