ঢাকারবিবার , ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ সাভারের জনজীবন 

জাগো বুলেটিন
অক্টোবর ১১, ২০২২ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঘন ঘন লোডশেডিং এবং বিদ্যুৎ বিপর্যয়ে অতিষ্ঠি হয়ে পরেছে সাভার বাসী। বিভিন্ন এলাকায় ঘন ঘন লোড শেডিংয়ের কারণে সাধারন জনগন পড়েছেন বিড়ম্বনায়।

ঢাকার সাভারের বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় প্রায় ১০ ঘণ্টার বেশি লোডশেডিং হয়েছে বলে জানা গেছে। প্রচণ্ড গরমে ঘন ঘন লোডশেডিংয়ে বিড়ম্বনায় পড়েছেন ওই এলাকার মানুষ।

বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এর কবলে পড়েছে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের লাখ পোশাক শ্রমিকরা। খেয়ে না খেয়ে সঠিক সময়েই অফিসে উপস্থিত হতে হচ্ছে তাদের। ঘন-ঘন বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে সাভার-আশুলিয়ার বিভিন্ন এলাকায় মাত্রাতিরিক্ত লোডশেডিং চলছে। আকাশে একটু মেঘ আর হালকা বাতাস পেলেই চলে যায় বিদ্যুৎ। প্রতি ঘন্টায় অন্তত এক বার হলেও লোডশেডিং হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, সন্ধ্যার পর একাধিকবার বিদ্যুৎ চলে যাওয়ায় পড়াশোনা করতে খুব কষ্ট হয়। বার বার লোডশেডিং হওয়ার ফলে লেখাপড়াও ঠিকমতো হয় না। তাই এ সমস্যা দ্রুত সমাধানের দাবি জানান তারা

নিটারের শিক্ষার্থী মাহমুদুল বারী হাসান বলেন, “আমাদের সেমিস্টার ফাইলান পরীক্ষা চলছে। কিন্তু বার বার লোডশেডিং হওয়ার ফলে আমরা পড়াতে মনযোগ দিতে পারছি না। যা আমাদের পরীক্ষার উপরও প্রভাব ফেলছে।”

জানা যায়, সাভার ও ধামরাইয়ে বেশ কয়েকদিন ধরে তীব্র গ্যাসের সংকট দেখা দিয়েছে। গ্যাসের এই সংকটের কারণে বিদ্যুতের উপর বিরুপ প্রভাব পরেছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com