জেলার নলিতাবাড়ি উপজেলায় আজ ৩১১ জন বীর মুক্তিযোদ্ধার মধ্যে স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব সার্টিফিকেট ও স্পার্ট কার্ড বিতরণ করেন নলিতাবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার নুরুল ইসলাম হিরু, বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল প্রমুখ।
পরে ১৩৪ জন জীবিত বীর মুক্তিযোদ্ধার মাঝে স্মার্ট আইডি কার্ড এবং মৃত ১৭৭ জন বীর মুক্তিযোদ্ধাসহ মোট ৩১১ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে ডিজিটাল সার্টিফিকেট বিতরণ করা হয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com