দুর্যোগে আগাম সতর্ক বার্তা-সবার জন্য কার্যব্যবস্থাথ এই প্রতিপাদ্যে নেত্রকোণার দুর্গাপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগে করনীয় বিভিন্ন বিষয়ে মহড়া প্রদর্শন করেণ সিভিল ডিফেন্স এর কর্মীরা। এতে নেতৃত্বদেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর দুর্গাপুর শাখা ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম শফিক।
পরবর্তী আলোচনায় একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিনের সঞ্চালনায় উপজেলায় নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে আলোচনা করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম. প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দুর্গাপুর শাখা ইন-চার্জ মোঃ শফিকুল ইসলাম, বিদ্যানিকেতন প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া প্রমুখ।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com