ঢাকাশনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

নিজ উদ্যোগে নির্মিত সেই মসজিদের উদ্বোধন করলেন অভিনেতা আহমেদ শরীফ

তানজিদ শুভ্র
অক্টোবর ১৪, ২০২২ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

শুক্রবার (১৪ অক্টোবর) কুষ্টিয়া জেলার কুমারখালী কয়া ইউনিয়নের বানিয়াপাড়ায় নিজ উদ্যোগে নির্মিত ‘বানিয়াপাড়া আহমেদিয়া জামে মসজিদ’-এর শুভ উদ্বোধন করেন খলনায়ক আহমেদ শরীফ।

উদ্বোধনী অনুষ্ঠানে আহমেদ শরীফ বলেন, এই মসজিদের টানে আমেরিকা থেকে আমি চার বার এসেছি। একটা মসজিদ করতে পারব কি না, কিংবা আমার গ্রামের মুসল্লিরা নামাজ পড়ছে তা দেখে যেতে পারব না কি না চিন্তায় ছিলাম। আজ আনন্দের দিন, আমি দেখেছি আমার গ্রামের প্রিয় মুসল্লি ভাইয়েরা এখানে নামাজ আদায় করছে। সম্প্রতি কুরআন পড়ার গুরত্ব অনুধাবন করার প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ৭০ বছর বয়সে এসে আমি কোরআন সম্পর্কে বুঝতে পেরেছি। আমি স্বীকার করছি এতদিন আমি কিছুই বুঝতে পারিনি। এখন আমি বাংলা কোরআন পড়ে বুঝতে পেরেছি।

সংক্ষিপ্ত আলোচনা, দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক, বিশিষ্ট্য ব্যক্তিবর্গ সহ অনেকেই।

উল্লেখ্য, চলতি বছরের ২৩ মার্চ এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অভিনেতা আহমেদ শরীফ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com