শনিবার (১৫ অক্টোবর) সাভারের বিরুলিয়ায় রিসডা বাংলাদেশ এবং বিডি জবসের আয়োজনে রিসডা ইন্সটিটিউট অব টেকনোলজিতে ‘জার্নি টু ক্যারিয়ার’ নামে একটি সেশন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় প্রতিষ্ঠানে চলমান একাধিক প্রজেক্টের বিভিন্ন ট্রেডের প্রায় চার শতাধিক প্রশিক্ষণার্থী।
অনুষ্ঠানে মূল পর্বে কথা বলেন বিডিজবসের ম্যানেজার মো. আবু হাসান টুটুল। এসময় তিনি মূল পর্বের শেষে প্রশিক্ষণার্থীদের প্রশ্নের উত্তর প্রদান করেন।
এসময় অন্যান্যদের মধ্যে বিডিজবসের জাবের আল বেরুনী, আমির হামজা, রিসডা ইন্সটিটিউট অব টেকনোলজির বিজনেস প্রমোশন অফিসার মো. তৌহিদুজ্জামান, আব্দুল্লাহ আল মারুফ সহ বিভন্ন ট্রেডের প্রশিক্ষক, স্টাফ, আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
রিসডা বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার (ট্রেনিং অপারেশন) মো. রাশেদুজ্জামান এর সমাপনী বক্তব্যের মাধ্যমে এই অনুষ্ঠান শেষ হয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com