পটুয়াখালীর গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২ এবং বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা উপজেলায় বিভিন্ন পর্যায়ের বিজয়ীদের পুরষ্কার ও সনদ বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) সকাল ৯ টায় উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. সাহিন। এসময় হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা মুক্তা রহমানের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: গোলাম মোস্তফা, উপজেলা প্রকৌশলী মো: জাহাঙ্গীর আলম, উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নিজাম উদ্দিন, প্রেসক্লাব সভাপতি মু খালিদ হোসেন মিল্টন, এন,জেট মাদ্রাসার অধ্যক্ষ আঃ হাই, কল্যান কলস মাদ্রাসার অধ্যক্ষ মো. জসিম উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন আদিব রহমান, নাবিলা ও মুনতাহা প্রিয়ন্তী। এসময় গলাচিপা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরীতে ৭০ জন বিজয়ীদের হাতে পুরস্কার, সনদ ও ক্রেষ্ট তুলে দেওয়া হয়। এছাড়া ১২ জন মেধাবীকে ২০০০ টাকা করে শিক্ষা সহায়তা প্রদান করা হয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com