ঢাকাবুধবার , ২ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

নাটোর জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু

জাগো বুলেটিন
অক্টোবর ১৭, ২০২২ ১০:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

শান্তিপূর্ণ পরিবেশে আজ নাটোর জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল নয়টা থেকে শুরু হওয়া ভোট দুপুর দুইটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।
নাটোর সদর উপজেলার এম কে অনার্স কলেজ ভোট কেন্দ্রে প্রথম ভোটদানকারী মাজেদা
জেলা নির্বাচন অফিস জানিয়েছে, জেলার মোট সাতটি ভোটকেন্দ্রে ৮০৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সাতটি কেন্দ্রে সাতজন প্রিজাইডিং অফিসার, ১৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ২৮ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন এবং সাধারণ সদস্য পদে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রত্যেক ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ইভিএম মেশিনে ভোটগ্রহণ চলছে। পুলিশের সদস্য ছাড়াও রাস্তায় টহল দিচ্ছে বিডিআর। স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে র‌্যাব। প্রত্যেক কেন্দ্রে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছেন।
নাটোর সদর উপজেলার এম কে অনার্স কলেজ ভোট কেন্দ্রে প্রথম ভোটদানকারী মাজেদা বেগম বলেন, ভোট দিতে পেরে ভালো লাগছে। ভোটের পরিবেশ অনেক সুন্দর।
নলডাঙ্গা উপজেলার শহীদ নজমুল হক সরকারি কলেজ ভোট কেন্দ্র পরিদর্শন করে সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী লাভলী ইয়াসমিন বলেন, অবাধ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। আমি জয়ের ব্যাপারে আশাবাদী।
নাটোরের জেলা প্রশাসক এবং নির্বাচনের রিটার্নিং অফিসার শামীম আহমেদ জানিয়েছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আশাকরি সকলের সহযোগিতায় সফল নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com