ঢাকাশুক্রবার , ১৭ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে আবু বক্কর সিদ্দিক চেয়ারম্যান নির্বাচিত

গাইবান্ধা প্রতিনিধি
অক্টোবর ১৭, ২০২২ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে জেলার ৭টি ভোট কেন্দ্রে ১৪টি বুথে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। জেলায় চেয়ারম্যান প্রার্থী ৩ জন, সাধারণ সদস্য ২২ জন ও সংরক্ষিত আসনের মহিলা ৯ জন প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বীতা করেন।

জেলায় মোট ভোটার সংখ্যা ১ হাজার ১’শ ২৪টি। তার মধ্যে পুরুষ ৮৫৬ ও নারী ভোটার ২৬৭। এর মধ্যে গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক নারিকেল গাছ প্রতীকে ৫৯৬ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতা ঘোড়া প্রতীকে ৪৭০ ভোট পেয়েছেন।

অপরদিকে ৪নং পলাশবাড়ী ওয়ার্ডে সাধারণ সদস্য প্রার্থী মনিরুজ্জামান ফুল মিয়া (হাতী) ও তহিদুল আমিন মন্ডল সুমন (টিউবওয়েল) মার্কা নিয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে দুইজনই ৫৬টি করে ভোট পেয়ে ড্র হয়। পরে গাইবান্ধা জেলা প্রশাসক কক্ষে লটারীর মাধ্যমে মনিরুজ্জামান ফুল মিয়া (হাতী) প্রতীক সাধারণ সদস্য নির্বাচিত হয়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com