নীলফামারীর ডিমলা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৫৯-তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে৷
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৮-অক্টোবর) সকাল ৯ টায় উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগ পরিবার ডিমলা বিজয় চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, ভাইস চেয়ারম্যান নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দীকা,ডিমলা থানার ওসি লাইছুর রহমান, নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার, গয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন সরকার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম, যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ লেবু প্রমুখ।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com