ঢাকাশুক্রবার , ১৭ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

ডিমলা উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
অক্টোবর ১৮, ২০২২ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

ডিমলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিনে শেখ রাসেল ডিজিটাল স্কুল অফ ফিউচার ও ডিমলা উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৮-অক্টোবর) সকাল ১০ টায় শেখ রাসেল ডিজিটাল স্কুল অফ ফিউচার ও ডিমলা উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত চারতলা একাডেমিক ভবনের ফলক উন্মোচন করেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

উদ্বোধনী কার্যক্রম শেষে ডিমলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অমিয় কুমার ব্যানার্জী’র সভাপতিত্বে বিদ্যালয় চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আফতাব উদ্দিন সরকার এমপি বলেন, শিশুদের আধুনিক শিক্ষা ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। পাশাপাশি ডিমলাসহ ৩০০ স্কুল অব ফিউচারের উদ্বোধন করা হয়েছে আজ।

বিদ্যালয়টির সহকারী শিক্ষক মুহাঃ রেজাউল হাবীবের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, ভাইস চেয়ারম্যান নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দীকা, ডোমার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হারুন অর রশিদ, ডিমলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম, জনতা ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ ও পূর্বছাতনাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান প্রমুখ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com