ঢাকামঙ্গলবার , ৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

ভালো ফলাফল করায় ৮ শিক্ষার্থী পাচ্ছে আকাশ পথে ভ্রমণের সুযোগ

গাইবান্ধা প্রতিনিধি
অক্টোবর ১৮, ২০২২ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

ভালো ফলাফল করায় ৮ জন শিক্ষার্থী এবং দুজন শিক্ষক শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিমানের টিকিট এবং আকাশপথে রাজধানী ভ্রমণের সুযোগ।

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত হোপ ইন্টারন্যাশনাল স্কুল। ২০১০ সাল থেকে বেশ সুনামের সহিত স্কুলটি পরিচালনা করে আসছেন বিশিষ্ট শিক্ষানুরাগী পলাশবাড়ী প্রেসক্লাব ক্রীড়া সম্পাদক সাংবাদিক মতিয়ার রহমান লাভলু। প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য বার্ষিক বনভোজন,সাংস্কৃতিক এবং ধর্মীয় শিক্ষা সহ বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ইতিমধ্যে বার্ষিক বনভোজন স্বরুপ শিক্ষা সফরে দেশের প্রায় সকল পর্যটন কেন্দ্র পরিদর্শন করেছে এই প্রতিষ্ঠানের সিংহভাগ শিক্ষার্থী।

এছাড়াও প্রায় প্রতিমাসে স্কুলের নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করে থাকেন পরিচালক। শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষামূলক ব্যতিক্রমধর্মী আয়োজনের ধারাবাহিকতায় এ বছরেও ভালো ফলাফল করায় ১১জন শিক্ষার্থীর মাঝে বিমানের টিকিট এবং আকাশপথে রাজধানী ভ্রমণের সুযোগ করে দিয়েছেন প্রতিষ্ঠানের পরিচালক মতিয়ার রহমান লাভলু।

১৮ অক্টোবর মঙ্গলবার সকালে শিক্ষার্থীদের মাঝে বিমানের টিকিট তুলে দেন পলাশবাড়ী পৌর মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব। ৬ষ্ঠ থেকে দশম শ্রেণীর এই শিক্ষার্থীরা হলেন, আদিবা হোসেন (দশম শ্রেণী),মরিয়ম আকতার মিমি (নবম শ্রেণী), নওরিন আকতার শ্রাবণী (নবম শ্রেণী), তানসেন হাসান (নবম শ্রেণী), মনিরুজ্জামান মহন (অষ্টম শ্রেণী), আল সুমির (অষ্টম শ্রেণী), প্রিয়াংকা রানী মহন্ত (ষষ্ঠ শ্রেণী), বাঁধন (নবম শ্রেণী) এবং শিক্ষক দুজন হলেন
জহুরুল ইসলাম ও জামিউল ইসলাম জাহিদ। যাদের তত্ত্বাবধানে রয়েছেন সিনিয়র শিক্ষক সানজিদা রহমান তৃষ্ণা।

সাংবাদিকদের প্রশ্নোত্তরে মেয়র জানান, হোপ ইন্টারন্যাশনাল স্কুলের এমন ব্যতিক্রমধর্মী আয়োজন সত্যি অনেক প্রশংসার দাবিদার। লেখাপড়ায় উৎসাহ যোগাতে এবং মানসিক বিকাশ সহায়তায় শিক্ষার্থীদের জন্য এমন উদ্যোগ অতীতের ন্যায় ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আর সেজন্য আমার পক্ষ থেকে সকল প্রকার সহোযোগিতা থাকবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধু কন্যা যেভাবে একটি উন্নত রাষ্ট্রের লক্ষ্যে দেশ পরিচালনা করে যাচ্ছেন সেজন্য আমাদের সন্তানদের সু শিক্ষায় শিক্ষিত করতে হবে!

উল্লেখ্য, প্রতিষ্ঠান প্রধান জানান, হোপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠানটি সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হয়।

আর বিমানে চড়ে ভ্রমণের সুযোগ এবং হাতে টিকিট পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রতিষ্ঠানের পরিচালকের ভূয়সী প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ সহ সাধুবাদ জানিয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com