ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পৌর এলাকায় অবৈধ কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা ও ১২ কেজি ৬০০ গ্রাম কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত যার বাজার মূল্য প্রায় ১৫ হাজার টাকা।
বুধবার (১৯ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুর রহমান অভিযান পরিচালনা করে কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির অপরাধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ ধারা অনুযায়ী শফিকুল ইসলাম (৩৬) নামের এক জাল ব্যবসায়ীকে জরিমানা করেন। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল।
উপজেলা মৎস কর্মকর্তা সানোয়ার রাসেল জানান,
মৎস্য সম্পদ রক্ষার্থে প্রায়ই মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। আজকেও তা হয়েছে। অভিযানে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে বলে জানান তিনি।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com