উপজেলার চরযশোরদী ইউনিয়ন এর আশফরদী গ্রামের বাবলু মিয়ার বাড়ির পাশে জমির মালিক হাইক্যা শেখের জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে সাদ্দাম নামে এক বালু খেকো ৬/৭ মাস ধরে একাধারে বালু উত্তোলন করছে।স্থানীয়রা জানান বালু ব্যবসায়ী সাদ্দাম কোন আইন কে তোয়াক্কা না করেই মাসের পর মাস বালু উত্তোলন করছে, আমরা কিছু বললি সে বলে প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে কাটছি।বালু উত্তোলন করে বিক্রি করছে আশফরদী গ্রামের ছান্নু মিয়ার নিকট।বালু পড়ছে ছান্নু মিয়ার বাড়ির জমিতে। সাদ্দাম কে না পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি। অবাধে বালু উত্তোলন করায় আশপাশের বাড়িঘর, ফসলী জমি ক্ষতির সম্মক্ষিন হচ্ছে। দিন রাত ড্রেজার মেশিন চালানোর ফলে মেশিনের বিকট শব্দে শব্দ দূষণ সহ শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি, রাতের বেলায় ঘুমাতে পারছেনা মানুষ।বালু খেকো অবৈধ ড্রেজার মেশিন মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার এর নিকট জোরদাবী জানান এলাকাবাসী। এছাড়া পৌরসভার মধ্য জগদিয়া, কলেজ বালিয়া, কোদালিয়া, কুবেরদী গ্রামে,শশা গ্রামে,কাইচাইল বিলে চলছে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com