সাভারের আশুলিয়ায় একটি কারখানার লোহার গেট ভেঙে ইকরা মনি নামের (৬) এক শিশুর ওপর পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। এ সময় আলিফ নামে আরো এক শিশু আহত হয়ছে বলে জানা গেছে।
বুধবার (১৯ অক্টোবর) দুপুরে ইয়ারপুর ইউনিয়নের শিমুলতলা এলাকার ইনজেনিটেক্স বিডি লিমিটেড (ইফোরিয়া-২) নামের একটি পোশাক কারখানার গেট ভেঙে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইকরা মনি মানিকগঞ্জ জেলার রাজু মিয়ার মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ওই শিশুরা রাস্তা দিয়ে যাওয়ার সময় কারখানার নিরাপত্তা কর্মীরা গেট খুলছিলেন। গেট খুলতে গেলে লোহার গেটটি পড়ে যায় এবং ওই দুই শিশু চাপা পড়ে। পরে শিশুদের উদ্ধার করে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক ইকরাকে মৃত ঘোষণা করেন। তবে স্থানীয়দের অভিযোগ এরআগেও এই কারখানার একই গেট দুই বার পড়ে গিয়েছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ গেটটি ঠিক ঠাক ভাবে মেরামত করেনি।
এ ব্যাপারে আশুলিয়ার থানার উপপরিদর্শক (এসআই) হাচিব সিকদার বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত প্রক্রিয়া নেওয়া হবে বলে জানান তিনি।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com