ঝালকাঠির রাজাপুরে ৭৬ নং বামনকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন এর বিরুদ্ধে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জাল করে প্রতিষ্ঠান উন্নয়নের বরাদ্ধের টাকা আত্মসাৎ ,অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাকে ঐ বিদ্যালয় থেকে অপসারণের দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের বামনকাঠি এলাকায় ৭৬ নং বামনকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন শেষে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী।
এ সময় বক্তারা প্রতিষ্ঠানের প্রাণ ফিরিয়ে আনতে অতিদ্রæত প্রধান শিক্ষকের নানা অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নিয়ে তাকে ঐ প্রতিষ্ঠান থেকে অপসারণের জন্য কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com